বার্সেলোনায় প্রায় প্রতিদিন একটি করে রঙিন পালক যোগ হচ্ছে লিওনেল মেসির মুকুটে৷ রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগা ম্যাচে তেমনই একটি নতুন রেকর্ড গড়লেন মেসি৷ ছুঁলেন আরো একটি ক্লাব রেকর্ড৷
ক্যাপ্টেনের এমন জোড়া নজিরের দিনে অনবদ্য জয় পেল বার্সেলোনা৷ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসিই৷ রিয়াল বেটিসকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সা৷ দুরন্ত হ্যাটট্রিক করেন মেসি৷ চোট পাওয়ার আগে দলের হয়ে একটি গোল করে যান সুয়ারেজ৷ রিয়াল বেটিসের হয়ে একটি গোল শোধ করেন লরেন মোরোন৷
মূলত লিওনেল মেসির পায়ে ভর করেই লা লিগার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করে লিগ টপার বার্সেলোনা৷ শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে অ্যাটলেটিকো হেরে বসায় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে দু’অঙ্কে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সার সামনে৷ সুযোগটাকে যথাযথ কাজে লাগায় তারা৷ ২৮ রাউন্ডের শেষে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা ৬৬৷ অ্যাটলেটিকো দাঁড়িয়ে ৫৬ পয়েন্টে৷ তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট৷
মাঠে নামার মুহূর্তে মেসি বার্সেলোনার সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন৷ বার্সার জার্সিতে এটি তাঁর ৬৭৪ নম্বর ম্যাচে৷ এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ইনিয়েস্তাকে৷ মেসির মতো তিনিও বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন৷ সামনে শুধু জাভি৷ যিনি বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন৷
ম্যাচের শেষে মেসি ভেঙে দেন জাভির অন্য একটি রেকর্ড৷ বার্সেলোনার হয়ে মেসির এটি ৪৭৭ নম্বর ম্যাচ জয়৷ ক্লাবের জার্সিতে জাভি জিতেছেন ৪৭৬টি ম্যাচ৷ এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইনিয়েস্তা৷ তিনি বার্সেলোনার হয়ে ৪৫৯টি ম্যাচ জিতেছেন৷
রিয়াল বেটিসের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪১২৷ এটিও একটি নতুন রেকর্ড৷ জিমি ম্যাকগ্রোরি ১৯২২-১৯৩৭ পর্যন্ত স্কটিশ লিগে ৪১০টি গোল করেন৷ ১৯০৫-১৯২৮ পর্যন্ত ইমরে স্লোসার হাঙ্গেরিয়ান লিগে ৪১১টি গোল করেন৷২০০৪-২০১৯ পর্যন্ত সময়ে স্প্যানিশ লিগে গোল করার নিরিখে মেসি স্থাপন করেন অনবদ্য মাইলস্টোন৷
একা মেসি নন, এই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন সুয়ারেজও৷ রিয়াল বেটিসের জালে বল জড়িয়ে সুয়ারেজ ছুঁয়ে ফেলেন দিয়েগো ফোরনালকে৷ লা লিগায় কোনো উরুগুয়েন তারকার সর্বোচ্চ গোল করার নজির এখন এই দু’জনেরই৷
ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন লিওনেল মেসি৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) সুয়ারেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন মেসি৷ ৬৩ মিনিটে পিকের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন সুয়ারেজ৷ ৮২ মিনিটে লরেন গোল করে বেটিসের ব্যবধান কমিয়ে ৩-১ করেন৷ ৮৫ মিনিটে রাকিটিচের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের স্কোরলাইন ৪-১ করেন মেসি৷