নিউজিল্যান্ডের বর্বোরোচিত হত্যাকাণ্ডকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ব্রিটেনে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেটার ম্যানচেষ্টারের ওল্ডহাম এলাকা থেকে আটককৃত ওই ব্যক্তির বয়স ২৪ বছর।
গ্রেটার ম্যানচেষ্টারের পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির কাছ থেকে আরো তথ্য আদায়ের স্বার্থে এবং নিরাপত্তার খাতিরে তার নাম প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া ঘৃণাজনিত এই কাজে ওই ব্যক্তির সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিষয়টিকে তারা জরুরি গুরুত্ব দিয়ে সন্দেহভাজন সকল ক্ষেত্রে যথাযথ তদন্ত করছে।
এ বিষয়ে গ্রেটার ম্যানচেষ্টার পুলিশের এসিস্টেন্ট চিফ কনস্টেবল রাস জাকসন জানান, নিউজিল্যান্ডে প্রায় ৫০ জন মানুষ হত্যার ঘটনায় আমরা ও বিশ্বের সবাই স্তম্ভিত। এ ঘটনার নিন্দা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, আমরা মনে করি না স্থানীয়ভাবে সন্ত্রাসী ঘটনার কোনো ধরনের হুমকি আছে। তবে এই সংকটময় মুহূর্তে আমার অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে সবদিকে খেয়াল রাখছি। আর এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃনা প্রকাশ করায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।