(রাশেদুজ্জামান রনি,জাককানইবি প্রতিনিধি) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রবিবারে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেক কাটা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, অানন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসের গাহি সাম্যের গান মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবা রহমান খান মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত) মহিলা আসন ১৭।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ড.মো.হুমায়ুন কবীর রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), সভায় আলোচকের বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মো.শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি প্রফেসর ড.মুশাররাত শবনম,সভাপতি বঙ্গবন্ধু নীল দল ড.সিদ্ধার্থ দে (সিধু), বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ মোকারেরম হোসেন মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর মো.জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড.সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড.মো.সাহাবউদ্দিন ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী- উদযাপন কমিটির সভাপতি
প্রফেসর ড. সুব্রত কুমার দে, সদস্য-সচিব উজ্জ্বল কুমার প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ,সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
এসময় চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন এর উপর আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রশাসনিক ভবনের সামনে ভিসি প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে ক্যাম্পাসে কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়।