নিউজিল্যান্ডের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে মন্তব্য করায় বিতর্কিত চরম ডানপন্থী লেখক ও বক্তা মাইলো ইয়ানোপুলোসের অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসি নিউজ জানায়, শনিবার অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান ইয়ানোপুলোসের ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়। এরপর পর রাতে ইয়ানোপুলোস সামাজিক মাধ্যমে ইসলামকে ‘বর্বরোচিত, বেমানান’ ধর্মীয় সংস্কৃতি বলে মন্তব্য করেন।
কোলম্যান এই হামলাকে ‘নিখাদ শয়তানের কাজ’ বলে অভিহিত করে জানান, ইয়ানোপুলোসকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না।
‘ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা নিয়ে সামাজিক মাধ্যমে ইয়ানোপুলোসের মন্তব্য আতঙ্কজনক এবং এগুলো ঘৃণা ও বিভেদ বাড়িয়ে তোলে,’ বলেন কোলম্যান।
‘শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্ম পালন করছিল এমন মুসলিমদের ওপর ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে এই অমানবিক কাজের নিন্দা করছে,’ বলেন তিনি।