কাশ্মিরের পাক-ভারত সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল অতিক্রম করার অভিযোগে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর শনিবার এক টুইটার বার্তায় এই দাবি করেন। খবর দ্যা নিউজের।
জেনারেল গফুর ওই টুইটার বার্তায় জানান, চার পাখাবিশিষ্ট একটি ভারতীয় ড্রোন পাকিস্তানের রাখচিরি এলাকার লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে ১৫০ মিটার ভিতরে অনুপ্রবেশ করে। পাকিস্তান সেনাবাহিনীর একটি দল এটিকে ভূপাতিত করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে পাকিস্তানের আযাদ কাশ্মির এলাকায় অনুপ্রবেশ করলে পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে ভূপাতিত করতে সক্ষম হয়। একইসাথে তখন ওই বিমানের পাইলটকেও আটক করে পাক সেনাবাহিনী। যদিও শান্তির বার্তা হিসেবে পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।