ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ড : গুলি খেয়েও বেঁচে যান মাসুম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল নুর মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন কিশোর গঞ্জের কটিয়াদির ওমর জাহিদ মাসুম। তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান দয়ালের ছোট ছেলে।

মাসুম ২০১৫ সালে স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ড যান। স্ত্রীসহ তিনি নিউজিল্যান্ডে বসবাস করতেন। মাসুমের ভগ্নিপতি মো. সানাউল্লাহ জানান, শুক্রবার জুম্মার নামাজে প্রথম কাতারের ইমাম সাহেবের পিছনেই ছিলেন মাসুম। পিছন থেকে গুলির শব্দে মুসল্লিরা যখন ছুটাছুটি করছিল, এসময় মাসুম তার মাথা নিচু করে রাখলে একটি গুলি তার পিঠে লাগে। ‍গুলি খেয়ে মাসুম ফ্লোরে লুটিয়ে পড়েন। পিছন থেকে লোকজন ছুটাছুটি করে মিম্বরের দিকে ছুটে এলে একের পর এক লোক তার উপর পড়ে। পরবর্তীতে পুলিশ লাশ সরাতে গিয়ে ওমর জাহিদ মাসুমকে জীবিত পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। গুলিটি তার পিঠে লেগে বেড়িয়ে যাওয়ায় তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে যান।

মাসুমের ভগ্নিপতি আরো বলেন, ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার সংবাদ পেয়েই তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। ঘটনার বেশ কয়েক ঘন্টা পর মাসুমের স্ত্রী টিনা আক্তার তার গুলিবিদ্ধ হওয়ার সংবাদ দেয়। তবে তিনি শঙ্কামুক্ত জেনে স্বস্তি পাই। হাসপাতাল থেকে রাতেই পুলিশ তাকে বাসায় পৌছে দেয়। এখন তিনি অনেকটা স্বাভাবিক। তবে বাসা থেকে বেড় না হতে এবং সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top