ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ড : ওমর ফারুক এখনো নিখোঁজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় পর থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ওমর ফারুক (৩৫) নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিউজিল্যান্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফারুকের এখন পর্যন্ত কোন সন্ধান পায়নি তার পরিবার।

নিখোঁজ ওমর ফারুকের স্ত্রী সানজিদা জামান নিহা জানান, তার স্বামীর সাথে সর্বশেষ কথা হয়েছে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে একটার দিকে(নিউজিল্যান্ড সময় শুক্রবার সকাল ৮টা)।

তিনি আরও জানান, বন্দরের রাজবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুকের সাথে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন পর ওমর ফারুক নিউজিল্যান্ড চলে যায়। গত নভেম্বরে সর্বশেষে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, এ হামলার কথা তার মাকে জানানো হয়নি। বাড়ির লোকজন সকলে উৎকন্ঠার মধ্যে রয়েছে। তারা নিউজিল্যান্ডের কনসাল্টেন্ট শফিকুর রহমানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন ওমর ফারুকের খবর জানার জন্য। ওমর ফারুকের পাসপোর্ট নম্বর বিসি-০১৪৪৪১০।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টায় পরিবারের পক্ষ থেকে নিউজিল্যান্ডে ফোন করে ওমর ফারুকের রুমমেটের কাছে জানতে চাওয়া হলে তিনি তখন পর্যন্ত ওমর ফারুকের সন্ধান পাননি বলে জানান। পরিবারের লোকজন তার খবর পাওয়ার জন্য সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকছেন তার খবরের আশায়। খবরের আপডেট দেখে সময় কাটাচ্ছেন ওমর ফারুকের সন্ধান পাওয়ার আশায়। পরিবারের দাবি বাংলাদেশ সরকার যেন দ্রুত ওমর ফারুকের সন্ধান করে তাদেরসহ দেশবাসীকে জানায়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top