ময়মনসিংহ মেডিকেল কলেজে আসবেন ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং

মো. আব্দুল কাইয়ুম : আগামী ১৫ই এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিদর্শনে আসবেন ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং। ময়মনসিংহ মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ডা. আবুল হোসেন ময়মনসিংহ লাইভ ডটকমকে  উক্ত তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,  তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশে এসে বিদেশী কোটায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ১৯৯৯ সালে এমবিবিএস পাস করে ঢাকায় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এফসিপিএস কোর্স সম্পন্ন করেন।

সেশন জটের কারণে তারা ১৯৯৮ সালে এমবিবিএস পাস করেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। ওই সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ১২-১৩ জন বিদেশী শিক্ষার্থী ছিল।

২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে তিনি রাজনীতিতে যোগ দেন। গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার রাজনৈতিক ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। তারপর তার দল সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডা. লোটে শেরিং!

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top