ক্রাইস্টচার্চের হামলাকারীকেও কি মানসিক অসুস্থ বলা হবে : প্রশ্ন হাফিজের

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বলেছেন, নিউজিলান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে গত শুক্রবার যে ব্যক্তি নৃশংসভাবে হামলা চালিয়েছে তাকেও কি মানসিক অসুস্থ বলা হবে। নিজের টুইটারে হাফিজ এ প্রশ্ন করেন।

এর আগে আরেক টুইটে তিনি এ হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এ সময় তিনি আরো লেখেন, সন্ত্রাসীদের কোনো সীমানা নেই। বৈশ্বিক এ সমস্যা সমাধানে আমাদের সবার একসাথে থাকা উচিত।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে ধরনের হামলা হয়েছে, সাধারণত এ ধরনের হামলা চালায় উগ্র জাতীয়তাবাদী কিছু লোক। কিন্তু এসব ক্ষেত্রে অধিকাংশ সময়ই তাদেরকে মানসিক অসুস্থ বলে শাস্তি অনেকটাই কমিয়ে দেয়া হয়। কিন্তু এ ধরনের হামলার সাথে কোনো ধরনের মুসলিম সম্পৃক্ততা থাকলে পুরো বিষয়টিই অন্যভাবে বিশ্লেষণ করা হয়। মূলত এ দৃষ্টিকোণ থেকেই হাফিজ এ প্রশ্ন তুলেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top