ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচিতদের গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের সাথে কথা বলে গণভবনে যেতে রাজি হয়েছেন বিতর্কিত ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নবনির্বাচিতদের এ আমন্ত্রণ জানানো হয়। আজ শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে গণভবনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখন সবাই সম্মতি দিয়েছে। তাই আমরা আগামীকাল (শনিবার) গণভবনে যাচ্ছি।
এর আগে দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। কারণ তারা যদি সম্মতি না দেয় তাহলে তো আমি যেতে পারবো না। আশা করি, তারা হয়তো সম্মতি দেবে।
উল্লেখ্য, নির্বাচিত ভিপি নিজেই ডাকসু নির্বাচনকে কারচুপির নির্বাচন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।