ঢাকাFriday , 15 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে হামলার বিষয়ে বলতে গিয়ে গলা বন্ধ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

Link Copied!

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকে নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

এক সংবাদ সম্মেলনে যখন তিনি এ নিয়ে কথা বলছিলেন তখন তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। গলার স্বর নিয়ন্ত্রণে খুব কষ্ট হচ্ছিল বলে মনে হয়।

তিনি বলেন, এখানে যা ঘটেছে তা অভাবনীয় এবং অগ্রহণযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড। এ গুলিবর্ষণের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেই নিউজিল্যান্ডে অভিবাসী ছিলেন।

‘তারা এখানে শরণার্থী ছিলেন। তারা নিউজিল্যান্ডকে তাদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন এবং এটা তাদের আবাসস্থল’, বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এরা আমাদের লোক। যে আমাদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন, তিনি নন। নিউজিল্যান্ডের মাটিতে তাদের স্থান হবে না।’

‘এটা এখন আমার ভাবনা এবং আমি নিশ্চিত আমার সাথে সব নিউজিল্যান্ডবাসীও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পরিবার নিয়ে ভাবছে’, যোগ করেন তিনি।

এ সময় ক্রাইস্টচার্চের নাগরিকদের পুলিশের নির্দেশনা মেনে বাড়িতে অবস্থানের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরডার্ন হামলার সময় নিউ প্লাইমাউথ হোটেলে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অবস্থান করছিলেন। কিন্তু হামলার খবর শোনার পর সেসব কর্মসূচি তিনি বাতিল করে দেন। সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।