স্টাফ রিপোর্টার : বিশ্ব কিডনী দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস-২০১৯। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র”।
সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন ডা.আশুতোস সাহা রায়, ডা.একে সালেহ উদ্দিন আহম্মেদ, ডা.মোহাম্মদ আসাদুজ্জামান প্রমূখ। পরে একটি র্যালী বের করা হয় ক্যাম্পাসে।