এরদোগানের কণ্ঠে ‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট’ (ভিডিও)

২০ বছর আগে যে কবিতা আবৃত্তি করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল ঠিক ২০ বছর পরে সেই ময়দানে হাজারো তুর্কি নাগরিকদের সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান।

বহুদিন পর তার কন্ঠে আবার শোনা গেলো:
‘‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট
গম্বুজ আমাদের হেলমেট
মিনার আমাদের বেয়নেট এবং 
মুসল্লিরা আমাদের সৈনিক
এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দীনকে।’’

কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে।

২০ বছর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন।

তৎকালীন সেক্যুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উসকানি এবং ধর্ম ও ধর্মনিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। কয়েকমাস কারাভোগ করে অবশেষে মেয়র এরদোগান ২০০০ সালের মার্চে কারাগার থেকে মুক্তি পান তিনি।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা এরদোগান আবার বিখ্যাত সেই কবিতাটি শুনিয়ে আবার উজ্জীবিত করলেন ভক্তদের।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top