স্টাফ রিপোর্টার (নেত্রকোনা অফিস) : নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ২০১৯-২০২১ মার্চ পযর্ন্ত কার্যকরি পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। গত ১২ মার্চ নিবার্চন কমিশনার এডভোকেট আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তী প্রকাশ করা হয়।উক্ত নির্বাচন আগামী ২ বছরের জন্য তৈরি করবে নতুন কমিটি।
নির্বাচনী তফসিল :
১) ১২-৩-২০১৯ইং মঙ্গলবার চুরান্ত ভোটার তালিকা প্রকাশ।
২) ১৪-৩-২০১৯ইং বৃহস্পতিবার প্রেসক্লাব ভবন থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত মনোনয়নপত্র সংগ্রহ।
৩) ১৫-৩-২০১৯ইং শুক্রবার প্রেসক্লাব ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত মধ্যে মনোনয়োন পত্র দালিখ।
৪) ১৭-৩-১৯ ইং রবিবার সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই।
৫) ১৮-৩-২০১৯ইং সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ।
৬) ১৯-৩-১৯ইং মঙ্গলবার প্রার্থীদের চুরান্ত তালিকা প্রকাশ।
৭) ৩০-৩-২০১৯ইং শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ পযর্ন্ত ভোট গ্রহন।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা
উক্ত নির্বাচনের সহ-সভাপতি ও সম্পাদক পদের জন্য মনোনয়ন সংগ্রহ মূল্য ১০০০(একহাজার টাকা) এবং বাকী সকল পদের জন্য মনোনয়ন সংগ্রহ মূল্য ৫০০ (পাচঁশত টাকা) নির্ধারন করা হয়েছে।