মো. আব্দুল কাইয়ুম : দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি আশরাফ হোসাইন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আর কোন বৈধ প্রার্থী না থাকায় আশরাফ হোসাইনকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
আশরাফ হোসাইন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, এর আগে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বিশেষ বর্ধিত সভা করে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। তবে তৃণমূলের সমর্থনে কণ্ঠভোটে আশরাফ হোসাইন চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়।