আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি (হজ পালনের ছুটি ছাড়া) মঞ্জুর স্থগিত করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালকের অনুমতি ব্যতিত সদর দপ্তর ত্যাগ না করার জন্যও নির্দেশও দেয়া হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান এ নির্দেশ দেন। দেশে আগাম বন্যার মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন তিনি।
এ ক্ষেত্রে তিনি মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আগাম মোকাবেলায় তড়িৎ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা গ্রহণের স্বার্থে বোর্ডের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব কর্মস্থলে বাধ্যতামূলকভাবে অবস্থান করার জন্যও নির্দেশ দেয়া হয়। জনসংযোগ পরিদপ্তরের পরিচালক এ. কে. এম. নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।