যদি শিক্ষার্থীরা না চায় তবে শপথ নেব না : ভি‌পি নুর

নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সকল দাবির সাথে আমার সমর্থন আছে উ‌ল্লেখ ক‌রে ডাকসু’র নব‌নির্বা‌চিত ভি‌পি নুরুল হক নূর ব‌লে‌ছেন, শিক্ষার্থীরা চাইলেই শপথ নেব, না চাইলে নেব না। বুধবার বি‌কে‌লে বিশ্ববিদ্যাল‌য়ের হাজী মুহম্মদ মুহসীন হ‌লে সাংবা‌দিক‌দের মু‌খোমুখি হ‌য়ে এ কথা ব‌লেন তি‌নি।

এ সময় নুরুল হক নূর ব‌লেন, আমি কখনোই আমার অবস্থান থেকে সড়ে আসিনি। তাই শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পুনঃনির্বাচন সকল পদেই দিতে হবে।

এ সময় ভি‌পির শপথ নেয়ার বিষ‌য় জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ছাত্রদের চাওয়া পাওয়ার উপর হ‌বে সে শপথের সিদ্ধান্ত। শিক্ষার্থীরা চাইলেই শপথ নেব, না চাইলে নেব না।

সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন নুর। তার মোট প্রাপ্ত ভোট ১১ হাজার ৬২টি। নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত।

নুরুল হকের জন্ম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। পাঁচ ভাইবোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান নুর। ১৯৯৩ সালে নুর তার মাকে হারান।

সাধারণ একটি পরিবারে জন্ম নেয়া নূরের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইদ্রিস হাওলাদার। তিনি জানান,‘নূর মাতৃহারা হয়েছেন ১৯৯৩ সালে যখন তার বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। আমাদের যোগাযোগ সমস্যার কারণে তার মায়ের চিকিৎসা করাতে না পারার কারণে হয়তো সে ডাক্তার হতে চেয়েছিল।’

ভিপি নুরুল হক চর এলাকাতেই সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে।

মেডিকেল কলেজে সুযোগ না পেয়ে প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top