তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে পাখি খাতুন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ পাখি খাতুন ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে গৃহবধূ পাখির ঝগড়া হয়। এক পর্যায়ে ওই গৃহবধূ কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *