ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছে সংগঠনটি।
সোমবার দিবাগত রাতে ভিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের নাম ঘোষণার পরই বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকালেও ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রলীগ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
জিএস পদে জয়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেছেন, ভোটারদের ‘ইমোশনালি ম্যানুপুলেট করা হয়েছে।’ এ সময় তিনি ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করেন।
গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোটের ফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের প্রার্থী নুরুল হক নুর। আর জিএস ও এজিএস নির্বাচিত হয়েছেন যথাক্রমে ছাত্রলীগের গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকসু কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করতে সিনেট ভবনে যান ভিসি ড. আখতারুজ্জামান। শুরুতেই তিনি ভিপি পদে বিজয়ীর নাম ঘোষণা করেন। নুরুল হকের নাম ঘোষণা করতেই পাল্টে যায় সিনেট ভবনের চিত্র। তীব্র প্রতিবাদ জানাতে থাকেন উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সৃষ্টি হয় হট্টগোলের।
এরই মধ্যে কেন্দ্রীয় সংসদের বাকি পদগুলোয় বিজয়ীদের নাম ঘোষণা করতে থাকেন ভিসি। ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া কেন্দ্রীয় সংসদের বাকি পদগুলোয় বিজয়ী হয়েছেন ছাত্রলীগের প্রার্থী। ফল ঘোষণা শেষ হলেও এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি। এ সময় ছাত্রলীগের সভাপতি শোভন ও কেন্দ্রীয় নেতারা বিক্ষোভরত কর্মীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ৪০ মিনিট পর সিনেট ভবন থেকে বের হয়ে যান ভিসি।
এ নির্বাচনে অনিয়মের অভিযোগে গতকাল দুপুরেই ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেল নির্বাচন বর্জন করে।