রশিদ খানের বাজিমাত

আন্তর্জাতিক ক্রিকেটে দুই শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। গত রাতে শেষ ওয়ানডেতে জয় পাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটের এ নতুন শেনসেশন ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রানে কেবলমাত্র পল স্টর্লিংয়ের উইকেট নেন তিনি। তবে এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেট মিলিয়ে দুইশ’ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ২০ বছর বয়সী

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রশিদের। এরপর টি-২০ অভিষেকও ঘটে তার। সাদা বলের দুই ফরম্যাটে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন রশিদ। যেকোন কন্ডিশনেই উইকেট শিকারে পারদর্শিতা দেখান এই স্পিনার। তাই ৯৬ ম্যাচেই ২০০ উইকেট শিকার করলেন রশিদ।

এখন পর্যন্ত ৫৭ ওয়ানডেতে ১২৩টি ও ৩৮টি ২০তে ৭৫ উইকেট শিকার করছেন রশিদ। ক্রিকেট ক্যারিয়ারে আজ অবধি মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গেল জুলাইয়ে আফগানিস্তানের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৫৪ রানে ২ উইকেট শিকার করেন রশিদ।

সমতায় শেষ করল আয়ারল্যান্ড

শেষ ওয়ানডে জিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল আয়ারল্যান্ড। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ৫ উইকেটে জিতে নেয় আইরিশরা। ওয়ানডে লড়াইয়ের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো আফগানিস্তান।

দেরাদুনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আয়ারল্যান্ড। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিলো আফগানিস্তান। তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডে খেলতে নামে আফগানরা। ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২১৬ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক আসগর আফগান। আহত হয়ে অবসর নেবার আগে ১১১ বলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া মোহাম্মদ নবী ৪০ ও রশিদ খান ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন। আয়ারল্যান্ডের ডকরেল ২ উইকেট নেন।

জবাবে ২১৭ রানের টার্গেট পল স্ট্রার্লিং ও এন্ডি বেলব্রিনির জোড়া হাফ-সেঞ্চুরিতে স্পর্শ করে ফেলে আয়ারল্যান্ড। স্ট্রার্লিং ৮৮ বলে ৭০ ও বেলব্রিনি ৯১ বলে ৬৮ রান করেন। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় ১৬ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় আইরিশরা। শেষদিকে কেভিন ও’ব্রায়ানের ৪২ বলে অপরাজিত ৩৩ রান দলের জয়ে বড় অবদান ছিল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top