নিখোঁজ সতেন্দ্রের (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়েছে।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে ট্রলারে থাকা লাশটি উদ্ধার করে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদন্নোতি) মাসুম আহম্মেদ ভূইয়া। এ সময় ফায়ার সার্ভিস থেকে লাশ বুঝে নেয় কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের মেয়ের জামাই দিপক চন্দ্র দাস লাশ শনাক্ত করলে পুলিশ তার কাছে লাশ হস্তান্তর করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ট্রলারডুবির ঘটনায় আমাদের জানামতে একজন ব্যক্তিই নিখোঁজ ছিল। সে হিসেবে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ও ট্রলার শনাক্ত করার পর উদ্ধার কাজ সমাপ্ত করা হলো। পরে বিআইডব্লিউটিএ ট্রলারটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।