জাককানই বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন প্রশাসকের অফিস ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
১১ মার্চ ( সোমবার) বেলা ৩ টায় প্রশাসনিক ভবনে অবস্থিত পরিবহন প্রশাসক ড এমদাদুর রাশেদ শুখনের অফিস ঘেরাও করে শিক্ষার্থীরা। পরিবহন এ বিভিন্ন অনিয়ম, বাস সংকট, সময়মত এম্ভুলেন্স না পাওয়া এসব বিভিন্ন অভিযোগে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। প্রশাসনের কালো হাত ভেংগে দাও ঘুরিয়ে দাও,পরিবহন দুর্নীতি মানিনা মানবনা, রাশেদ সুখনের পদত্যাগ করতে করতে হবে করতে হবে, এসব বিভিন্ন স্লোগানে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়েছে শিক্ষার্থীরা। স্লোগান শুরু করার সাথে সাথে বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, আমাদের বর্তমান পরিবহন প্রশাসক দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি দপ্তর চালাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীদের ভালো মন্দ কোন দিকে বার বার বলার পরেই তার কোন ভ্রুক্ষেপ নাই৷ এমন কি এম্ভুলেন্স এর জন্য তাকে রাতে ফোন করা হলে তিনি আমাদের ফোন রিসিভ করেন না। এ বিষয়ে পরিবহন প্রশাসক ড এমদাদুর রাশেদ সুখনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছে শিক্ষার্থীরা