ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোট শুরু হয়েছে সুফিয়া কামাল হলে।
নির্বাচনে ব্যালট বাক্স দেখানোর দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট দানে বিরত থাকেন এ হলের শিক্ষার্থীরা।
ভোট দেয়া থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষার্থীরা জানান, সকালে ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি। শিক্ষার্থীরা দাবি করলেও দেখাননি প্রভোস্ট। ৯টি ব্যালট বাক্সের মধ্যে ৩টি দেখাতে চাচ্ছে না প্রশাসন। সেগুলোতে ছাত্রলীগের প্রার্থীদের নামে ভোট দেয়া আছে বলে অভিযোগ তাদের।
আজ সকাল ৮টা থেকে এ নির্বাচনের ভোট শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।