ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বুথ থেকে ব্যালট বাক্স ‘গায়েব’ হওয়ার ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছেন। হলের ভেতরে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
হলের একটি রুম থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধারের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে।
হল শিক্ষার্থীরা জানিয়েছেন, রোকেয়া হল কেন্দ্রে ৯টি ব্যালট বাক্স থাকার কথা ছিল। কিন্তু সকাল থেকে তিনটি ব্যালট বাক্স পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।
পরে শিক্ষার্থীরা হলের তালাবদ্ধ একটি রুম থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার করে। ওই বাক্সগুলোতে ব্যালট পেপার পাওয়া গেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যালট বাক্স তিনটি ভেঙে ফেলেছে।