ঢাকাMonday , 11 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন : কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট

Link Copied!

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই কেন্দ্রে ডাকসু এবং হল সংসদ নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, রাতে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রেখে দিয়েছিল ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেজন্য কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নিদিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থী ও প্রার্থীরা অভিযোগ করেন রাতেই ব্যালট পেপারে ভোট দিয়ে রেখেছে ছাত্রলীগ, তাই তাদের খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর ভোট শুরু করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তা দেখাতে না চাইলে ছাত্রীরা জোর করে ভোক কক্ষে প্রবেশ করে সেখান থেকে বস্তাভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর,নির্বাচন কমিশনাররা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।