স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর আকুয়ায় আবুল কাশেম(২৫) নামের এক যুবক খুন হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে ছোহরাব সাহেবের ইট খলার নিকটে একটি অটোর ভেতরে তার লাশ পাওয়া গেছে।
নিহতের বুকের নিচে একটি আঘাতের রক্তাক্ত চিন্হ রয়েছে। সে আকুয়া মড়ল বাড়ীর মৃত লিয়াকত আলীর দ্বিতীয় পুত্র।
মা কমলা বেগম জানান, আমার ছেলের সাথে কারো বিরোধ নাই। সে এতিম। শুনছি সন্ধ্যার পর আমার ছেলেরে কে যেন ডেকে নিয়ে গিয়েছিল।
মামাত্ত ভাই আবুল কালাম দাবি করেন, সে আটো চালক ছিল। কখনো নেশা করত না। রাজনীতিও করত না।
অতিরিক্ত পুলিশ সুপার আল আমীন জানান, ‘অনুসন্ধান চলছে। ব্যক্তিগত শত্রুতা থেকে এ খুনের ঘটনা ঘটতে পারে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনে সক্ষম হব।’
রাত ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে নিহতের স্ত্রী সালমা সহ আরো দুই যুবকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদশর্নে গিয়েছেন।
তবে কে বা কারা কি কারনে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।