অভিনব কায়দায় ডালিম ফলের ভেতরে ইয়াবা পাচারকালে শাহ্ আলম ও খুকি বেগম নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতার হওয়া শাহ আলমকে পুত্র হিসেব পরিচয় দেয় খুকি বেগম।
রোববার সোনারগাঁয়ের মেঘনা ঘাট নিউ টাউন সংলগ্ন আমপাতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডালিম ফলের ভেতর লুকানো ৮ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন মার্কেটের পাশে আমপাতা রেস্টুরেন্টের সামনে থেকে কথিত মা খুশি আক্তার (৫৫) ও শাহ আলম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ডালিমের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী কথিত মা খুশি আক্তার কুমিল্লার সদর দক্ষিন উপজেলার জামমুড়া গ্রামের ফজলুল হক মিয়ার স্ত্রী ও শাহ্ আলম উপজেলার বৈদ্যেরবাজার ইউপির পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জে মাদকের কোন স্থান নেই। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।