জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪১ হাজার ৯৩৫ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বিজয় (নৌকা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ২৬৩ ভোট। রোববার (১০ মার্চ) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ উপজেলায় মোট ৫২ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৭৩।