দিনাজপুরের বিরামপুরে গাছের সাথে গলায় মাফলার পেঁচানো অবস্থায় হবিবর রহমান (৪৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কাটলা ইউপির দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের পার্শ্বের ছোট যমুনা নদীর পশ্চিম তীরে হতে লাশটি উদ্ধার করা হয়। হবিবর রহমান ওই গ্রামের মৃত কাফাজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
খবর পেয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভ্যানচালক হবিবর আত্নহত্যাই করেছেন বলে তিনি জানান।
স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় তিনি আত্নহত্যা করে থাকতে পারেন। এর আগেও তিনি দুই বার বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে মুঠোফোনে নয়া দিগন্তকে জানান, এটি আত্নহত্যা নয় বরং হত্যা বলে মনে হচ্ছে। কারণ আমি ঘটনাস্থলে লাশটির পা মাটির সাথে লেগে থাকতে দেখেছি। যেহেতু স্বজনরা এ বিষয়ে কোনো অভিযোগ না করে বিষয়টিকে আত্নহত্যা বলেই চালিয়ে দিচ্ছে সেহেতু আমার আর কিছু বলা নেই।
তবে হত্যা নাকি আত্নহত্যা এ রহস্যের সমাধান না হলেও লাশটির দাফন সম্পন্ন করাও হয়েছে।