১৪৯ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানটিতে ৩৩টিরও বেশি দেশের নাগরিক ছিল বলে সরকারি কর্মকর্তারা বলছেন। বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি রাজধানী আদিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছিল।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি আকাশে ওড়ার পরপরই স্থানীয় সময় সকাল ৮.৫৫ মিনিটে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এই ঘটনার কথা প্রথম জানা যায় যখন সে দেশের প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে তার ‘গভীর শোক’ প্রকাশ করেন।
এয়ারলাইন্সের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী থেকে ৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে বিশফু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।
বিমান নির্মাতা কোম্পানি বোয়িং ২০১৬ সালে বি ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বাজারে ছাড়ে। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর তার বহরে এই বিমানটি যোগ করেছিল।
পাঁচ বছর আগে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে বিধ্বস্ত হয়। এতে ১৯০ জন প্রাণ হারান।