ঢাকাSunday , 10 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ভূমি অফিসের নাজিরকে কুপিয়ে হত্যা

Link Copied!

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় মোয়াজ্জেম মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলার ঝাউদি নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মোল্লা উপজেলা ভূমি অফিসের নাজির ও চরকুলপদ্বী এলাকার মৃত আব্দুল রহমান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, কুলপদ্বী থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন মোয়াজ্জেম। নৌকা ঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর নেয়ার পথে রাত ১২টার দিকে মোয়াজ্জেম মারা যান।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি এখনো নিশ্চিত নই। তবে পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।