ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বাংলাদেশের ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১১.৪ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩৮ রান। এরপরই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। কিউইরা ৮ উইকেট হাতে রেখে এখনও পিছিয়ে ১৭৩ রানে।
এর আগে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশ অলআউট হওয়ার আগে তুলেছে ২১১ রান। বৃষ্টির কারণে প্রথম দুই দিন বন্ধ ছিল খেলা। আজ ওয়েলিংটনে দেখা যায় সূর্যের মুখ।
তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনেই ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে দু’জন মিলে গড়েন ৭৫ রানের জুটি। কিন্তু সাদমান ২৭ রান করে গ্রান্ডহোমর বলে আউট হন। তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন। বৃষ্টিভেজা দু’টি দিনের পর ওয়েলিংটনে তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
এছাড়া, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন দাস ৩৩ রান করেন। শেষ দিকে তাইজুল ৮ ও আবু জায়েদ ৪ রান করেন।