নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে চুরি করতে এসে গণপিটুনিতে বদর শিকদার (৩৫) নামে একজন মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত বদর বাগেরহাটের চিতলমারি থানার কাঠিপাড়া গ্রামের মহব্বত আলী শিকদারের ছেলে।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, শনিবার ভোররাত ৪টার দিকে লক্ষীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে এক ব্যক্তি চুরি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চোর, চোর বলে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দেয়।
তিনি আরো বলেন, গুরুতর অসুস্থ্য অবস্থায় লোকটিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়। প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে নথিভূক্ত হলেও শনিবার দুপুরে তার পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।