দেশের মাটিতে হয়তো শেষ ম্যাচটি খেলেই ফেলেছেন মহেন্দ্র সিং ধোনী। শুক্রবার নিজ শহর রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটিই হয়তো দেশের মাটিতে ভারতের জার্সিতে খেলা তার শেষ ম্যাচ হয়ে থাকছে। কারণ সিরিজের পরবর্তী দুই ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হতে পারে সেটি অনেকটাই নিশ্চিত। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার। অধিনায়ক বিরাট কোহলিও বলেছে, বেশ কিছু নতুন মুখ আসতে যাচ্ছে পরের দুই ম্যাচে।
আগামী বিশ্বকাপের পর ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী যে অবসরে যাচ্ছেন সেটি অনেকটাই নিশ্চিত। ধোনী কখনো মুখফুটে বিষয়টি না বললেও ভারতীয় দলে যে তার জায়গা নড়বড়ে হয়ে গেছে তাতো দেখাই যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট চাইছে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নতুন কাউকে গড়ে তুলতে। তাই ধোনী ইচ্ছে না থাকলেও তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যেতে হচ্ছে বিশ্বকাপের পরই।
শুক্রবার নিজ শহর রাঁচিতে শেষ ম্যাচটি অবশ্য ভালো যায়নি ব্যাটসম্যান ধোনীর। ৪২ বলে ২৬ রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়েছেন। ভারতীয় দলও ম্যাচটি হেরেছে ৩২ রানে। বিরাট কোহলির সেঞ্চুরি ছাড়া অবশ্য আর কোন ব্যাটসম্যানই ক্রিজে দাড়াতে পারেননি। যার ফলে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
২০০৪ সাল থেকে ভারতীয় দলে খেলা এমএস ধোনী ২০০৭ সাল থেকে অধিনায়কত্ব করেছেন ২০১৬ পর্যন্ত। ভারতকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- সব জিতিয়েছেন। বয়স ৪০ ছুইছুই। ক্যারিয়ারের শেষের ডাক শুনতে পাচ্ছেন অনেক দিন ধরে। ভারতীয় দলে জায়গাটাও নড়বড়ে কিছুদিন। তাই আগামী বিশ্বকাপ খেলেই হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ করবেন আন্তর্জাতিক ক্যারিয়া।