ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

বাগেরহাট খানজাহান (রহঃ) মাজার মোড় এলাকায় পিকনিকের বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় পিকনিকের বাসটি।

জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় পিকনিকের বাস। এতে ঘটনাস্থলে ১ জন ও পরে হাসপতালে ১জন যাত্রী নিহত হন। হতাহতরা সবাই ঝিনাইদহ থেকে গড়াই পরিবহনের একটি বাসে করে বাগেরহাটের খানজাহান আলীর (রহঃ) মাজারে আসছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান জানান, কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে করে ঝিনাইদহের ত্রিবানী ইউনিয়ন থেকে অর্ধশতাধিক পিকনিক যাত্রী বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ, খানজাহান (রহঃ) মাজার ও সুন্দরবন দেখার জন্য আসছিল তারা। শুক্রবার ভোরে মাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে গরিবুল্লাহ (৪৫) ও খুলনা মেডিকেলে নেয়ার পথে কিবরিয়া (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৪ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, নিহত দুজনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ত্রিবানীর শেখপাড়া গ্রামে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।