বগুড়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার সময় আটক ৩

বগুড়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের তমছের আলীর পুত্র সিরাজুল ইসলাম (৩৫), একই উপজেলার শাহাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রফিকুল ইসলাম (৩২) ও বগুড়া সদরের চকসূত্রাপুরের জাহেদ আলীর পুত্র খোরশেদ আলম (৪৫)।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, আটককৃতরা বগুড়া শহরের আব্দুল জব্বার সড়কের বাসিন্দা জুলফিকার আলী রকেটের নির্মানাধীন একটি ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে মোটা অংকে চুক্তিবদ্ধ হয়। তারা রকেটকে জানায়, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী অফিস আমরাই ম্যানেজ করবো। সে মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্যাস সংযোগ দিতে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

এসময় ঘটনাটি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীকে জানালে তা পুলিশকে জানানো হয়। এরপর সদর থানার এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top