ভারতের গর্ব মিগ বহরের আরো একটি শুক্রবার ভেঙে পড়েছে। ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত এ বিমানটি একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। বিকেনার শোভা সার কি ধানি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিমানটির সাথে একটি পাখির ধাক্কা লেগেছিল। সে কারণেই বিমানটি এ দুর্ঘটনায় পতিত হয়। তবে বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, রুটিন মোতাবেক মিগ-২১ বিমানটি উড়েছিল। কিন্তু ওড়ার পরপরই কিছু তাতে কিছু সমস্যাও দেখা দেয়।
দুর্ঘটনার ব্যাপারে সঠিক তথ্য জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জম্মু-কাশ্মিরের বাদগামে গ্যারেন্ট কালান গ্রামের পাশে একটি খোলা জমিতে এম-আই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটল। এতে বিমানবাহিনীর ছয়জন ও একজন বেসামরিক লোক নিহত হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডি টিভি