স্টাফ রিপোর্টার : ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন কিছু করো’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথকভারে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে থেকে জেলা প্রশাসকের উদ্যোগে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ময়মনসিংহ নেট এর মানবাধিকার কর্মীরা দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। অপরদিকে দিবসটি উপলেক্ষে জেলা পুলিশ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন পৃথকভাবে র্যালী বের করে।