স্টাফ রিপোর্টার : জাতীয় ভোটার দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
পরে টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এ কে এম আব্দুর রব, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান প্রমুখ।