স্টাফ রিপোর্টার : দায়িত্ব পালনকালে পুলিশ বাহিনীর নিহত পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ অফিস। শুক্রবার সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সে নির্মিত শহীদ বেদিতে পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির নেতৃত্বে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ পরিবারের সদস্যগণ।
পরে ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু প্রমুখ। সভা শেষে ৫৬জন নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী ও সম্মাননা প্রদান করা হয়।