ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে রাফায়েল নথি চুরি যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধী পক্ষ। দেশজুড়ে তুমুল আলোচনা চলছে। এই ঘটনাকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আক্রমন করলেন মোদি সরকারকে। নবান্নে একাধিক ইস্যুতে কেন্দ্রকে প্রশ্ন করার পাশাপাশি, রাফায়েল নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চৌকিদারের ঘর থেকেই যদি রাফায়েল চুরি হয়ে থাকে তাহলে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
পাশাপাশি কেন্দ্রীয় শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেছেন, নিজের জিনিস সুরক্ষিত রাখতে পারছে না কেন্দ্র, দেশ চালাবে কীভাবে? চুরি যদি হয়েই থাকে তাহলে কীভাবে চুরি হল? চুরি এফআইআর কি দায়ের হয়েছে, প্রশ্ন তুলেছেন মমতা। রাফায়েল নথি চুরির ঘটনার যথাযথ তদন্ত করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে এই গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সকলের কাছে জবাব দিতে হবে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্র : bengali.news18.com