ইউটিউবে চলছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বব্যাপী পবিত্র কুরআন প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে মরক্কোর ‘সুলতান আল-তালাবা’ অ্যাওয়ার্ড খ্যাত তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৯ দেশের প্রতিযোগিরা ইউটিউবের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন।

এ পদ্ধতিতে সুলতান আল-তালাবা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পর্বে বিশ্বের ১৯ দেশের ৪০০ প্রতিযোগী তাদের পছন্দমতো আয়াতের তেলাওয়াত ভিডিও করেন। ভিডিও করা সে তেলাওয়াত ইউটিউবে আপলোড করে প্রতিযোগিতার আয়োজকদের কাছে ইউটিউব লিংক পাঠিয়েছেন।

কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটি আগ্রহী প্রতিযোগীদের পাঠানো ভিডিওগুলো শুনবেন এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করবেন।

আগামী ২৭ এপ্রিল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে প্রতিযোগীরা মরক্কোর তাম্মারা শহরে উপস্থিত হবেন।

এ প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা আবদুল ফাত্তাহ আল ফারিসি এ ব্যাপারে বলেন, এবার আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতাটি এবার আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

প্রত্যেক প্রতিযোগী শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে। তবে শুধুমাত্র যে কোনো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম স্থানে উত্তীর্ণ প্রযোগী অথবা ‘সুলতান আল-তালাবা’ অ্যাওয়ার্ড কুরআন প্রতিযোগিতার বিগত পর্বের শীর্ষ স্থানে উত্তীর্ণ একের অধিক বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, মরক্কোর এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ‘হাজ বাশির’ বেসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে তাম্মারা শহরের স্থানীয় কাউন্সিল এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। ১০ বছরের শিশু থেকে ৩০ বছরের প্রতিভাবান তরুণ হাফেজরাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top