বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমান পাওয়া গেছে। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রাম হতে বিপন্ন প্রজাতির ১টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।
প্রায় ২ মাস যাবৎ আনুমানিক ১০-১২ বছর বয়সী বিপন্ন প্রজাতির একটি পুরুষ মুখপোড়া হনুমান গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করছিল। বন বিভাগ খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকার পরিচালক জনাব মিহির কুমার দে’র নির্দেশে ইন্সপেক্টর জনাব অসীম মল্লিক ও জনাব আব্দুল্লাহ আস সাদিক হনুমানটি উদ্ধারে রংপুরে চলে আসেন।
অত:পর জনাব মো: রফিকুজ্জামান শাহ্, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রংপুরের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যগণ অদ্য ভোর থেকে জোর প্রচেষ্টা চালিয়ে হনুমানটিকে ট্রাঙ্ককুলাইজার গানের সাহায্যে অচেতন করে হনুমানটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন। উদ্ধারকৃত হনুমানটির সুষ্ঠু চিকিৎসার লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পূর্ণবাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হনুমানটির সুচিকিৎসার পর নিয়ম অনুযায়ী উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে। উদ্ধার কাজে গাইবান্ধা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. আখতারুজ্জামান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ মোতাবেক অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, ধরা, হত্যা করা, বিরক্ত করা, লালন-পালন এবং ক্রয়-বিক্রয় করা দন্ডনীয় অপরাধ।