শুক্রবার ওয়েলিংটনে শুরু হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে বাংলাদেশ দলে যে পেসার মুস্তাফিজুর রহমান ফিরছেন সেটি অনেকটাই নিশ্চিত। অনভিজ্ঞ পেস আক্রমণ এতে কিছুটা হলেও শক্তিপাবে। তবে মোস্তাফিজ ফিরলে কে একাদশের বাইরে চলে যাবেন সেটি নিশ্চত হওয়া যায়নি।
হ্যামিলটনে বাংলাদেশের তিন পেসারের সম্মিলিত ছিল চার টেস্ট। ওই টেস্ট ছিল আবু জায়েদের চতুর্থ টেস্ট। সৈয়দ খালেদ আহমেদের দ্বিতীয়। আর ইবাদত হোসেনের অভিষেক। হ্যামিল্টন টেস্টে এই ছিল বাংলাদেশের পেস আক্রমণ।
মাঠের পারফরম্যান্সেও পড়েছিল সেই অনভিজ্ঞতার প্রতিফলন। তাদের বলে যে গতি এবং যে লেংথে বল করেছেন, তাতে কিউই ব্যাটসম্যানদের কোনো সমস্যাই হয়নি সামলাতে। এছাড়াও লাইন-লেংথ বেশির ভাগ সময় ছিল এলোমেলো। কোনো প্রভাবই ফেলতে পারেননি তারা। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক দ্বিতীয় টেস্টে পেসারদের কাছ থেকে চান ধারবাহিকতা।
ওয়েলিংটনের বাতাসে তার বোলিং বেশি কার্যকর হবে ধারণা করেই হ্যামিল্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে।
এই টেস্টে বাঁহাতি পেসার ফিরছেন, সেটি নিশ্চিত করে দিয়েছেন মাহমুদউল্লাহ। তবে কার জায়গায় ফিরবেন একাদশে, সেটি নিশ্চিত করেননি ভারপ্রাপ্ত অধিনায়ক।