ইউরো টি-টোয়েন্টি লিগ নামের একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হচ্ছে ইউরোপে। তিন দেশের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। আয়োজক তিন দেশের নাম স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড।
তিন দেশের ছয়টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিন ও বেলফাস্টে, স্কটল্যান্ডের এডিনবার্গ ও গ্লাসগোতে এবং নেদারল্যান্ডের দুটি ভেুন্যতে। নেদারল্যান্ডের ভেন্যুর নাম এখনো ঘোষণা করা হয়নি। অ্যামস্টেলভিন, রটারডেম ও হেগ শহরের মধ্যে যে কোন দুটিকে বেছে নেয়া হতে পারে। এই ছয়টি শহর থেকেই থাকবেদ ছয়টি দল।
স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ম্যালকম ক্যানোন জানিয়েছেন, অন্যান্য দেশের লিগগুলোর অনুকরণে হবে না এই টুর্নামেন্ট। তিন দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টকে অনন্য করে তুলবে।
প্রতিটি দল ৯ জন দেশীয় ও ৭ জন বিদেশী ক্রিকেটারকে দলে নিতে পারবে। আর একাদশে ছয়জন থাকতে হবে দেশীয় ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দিতেই এই বাধ্যবাধকতা রাখ হচ্ছে।