আরেক দফা হামলার শিকার হয়েছে ভারত অধিকৃত জম্মু-কাশ্মির। জম্মুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
এ গ্রেনেড হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে হামলার প্রকৃতি বা হামলায় হতাহতের পরিমাণ ঠিক কতটা বা কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
বিস্ফোরণের পর পর ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে কুকুর নিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আশপাশের এলাকাতেও চলছে তল্লাশি। গত এক বছরের মধ্যে জম্মুতে এটি এ ধরনের তৃতীয় হামলা।
স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুনন্দা রায়না জানান, স্প্রিন্টারের আঘাতে আহত ২৮ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
জম্মুর আইজিপি এম কে সিনহা বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, দুপুর নাগাদ কেউ একজন বাসস্ট্যান্ডে গ্রেনেড নিক্ষেপ করে। আর তার ফলে এ ঘটনার সূত্রপাত্র হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ শুনে মনে হয়েছে খুব বড় কোনো ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যারা আঘাত হেনেছে তাদের ছাড় দেয়ার প্রশ্নই নেই।