মঙ্গলবার নাগপুরে নাটকীয় ভাবে অস্ট্রেলিয়াকে শেষ ওভারে হারিয়েছে ভারত। একইসঙ্গে, একদিনের ফরম্যাটে পূর্ণ করেছে ৫০০তম জয়। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ঝাড়খন্ডের রাঁচিতে। মনে করা হচ্ছে এই ম্যাচটিই ভারতের সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর ঘরের মাঠে শেষ ম্যাচ। রাঁচির ছেলে এমএস যে আগামী বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে থাকছেন না সেটি অনেকটাই নিশ্চিত।
মহেন্দ্র সিং ধোনী হোমগ্রাউন্ডে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে কিছু একটা করে দেখাতে চাইছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ দেশের জার্সিতে রাঁচীতে বিদায় মঞ্চ হয়ে থাকছে।
‘ফেয়ারওয়েল অব মাহি’-র জল্পনা আরও জোরাল হয়েছে বুধবার রাঁচিতে আসার পরেই গোটা দলকে ধোনি তার বাড়িতে নিমন্ত্রণ করায়। কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে অধিনায়ক বিরাট কোহালি, দলের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য ধোনির বিশাল ফার্ম হাউসে গিয়েছিলেন। এমনিতে রাঁচিতে এলে আগেও তার বাড়িতে গিয়েছেন কোহালিরা। কিন্তু এ বারের অবস্থা দেখে মনে হচ্ছে, ‘ফেয়ারওয়েল পার্টি’।
২০০৪ সাল থেকে ভারতীয় দলে খেলা এমএস ধোনী ২০০৭ সাল থেকে অধিনায়কত্ব করেছেন ২০১৬ পর্যন্ত। ভারতকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- সব জিতিয়েছেন। বয়স ৪০ ছুইছুই। ক্যারিয়ারের শেষের ডাক শুনতে পাচ্ছেন অনেক দিন ধরে। ভারতীয় দলে জায়গাটাও নড়বড়ে কিছুদিন। তাই আগামী বিশ্বকাপ খেলেই হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ করবেন আন্তর্জাতিক ক্যারিয়া।