প্রেসিডেন্টের জন্য রাস্তা বন্ধ : কী করলেন নেপালিরা!

ভিআইপি যাবে, রাস্তা বন্ধ। ভিভিআইপি হলে তো আরো কিছু। দেখতে দেখতে বাংলাদেশিদের বিশেষ করে ঢাকাবাসীদের কাছে বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। যেখানে যাওয়ার কথা আটটায়। ভিআইপি ইস্যুর দেখা পেলে সেখানে যেতে ঘণ্টা দুই তো দেরি হবেই।

কিন্তু অন্য দেশের কী খবর?

জানা গেছে, সম্প্রতি নেপালের মানুষ এ ব্যবস্থার প্রতিবাদ জানিয়েছে। তাদের সহ্যসীমা অতিক্রম করায় এর প্রতিবাদ করেন তারা। ভেঙে ফেলেন পুলিশের ব্যারিকেড। আর তার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভা-ারির তার বাসভবন মহারাজগঞ্জের শীতল নিবাস থেকে সেনা সদরদপ্তরে যাওয়ার কথা ছিল৷ এজন্য লাইনচুর থেকে ভদ্রকলি পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ৷ এতে কয়েক কিলোমিটারব্যাপী যানজট ছড়িয়ে পড়ে৷ সাধারণ মানুষ ৪০ মিনিট পর্যন্ত এ পরিস্থিতি মেনে নেয়।

কিন্তু তারপরই ভাঙে তাদের ধৈর্যের বাঁধ৷ প্রথমে আটকে পড়া লোকজন মৌখিক প্রতিবাদ করতে থাকে। এরপর হর্ন বাজিয়ে আটকে থাকা সব মোটরসাইকেল আরোহী এক সাথে বাধা উপেক্ষা করে চলতে শুরু করেন৷ এ সময় অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে ট্রাফিক পুলিশও৷ এ ঘটনাই ভিডিও করেছেন দেশটির একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সূত্র: ডয়েচে ভেলে, কাঠমান্ডুপোস্ট

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top