রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে দুই সন্তানের জননীকে গণধর্ষণ ও দৃশ্য মোবাইলে ধারণ ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের ঘটনায় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মজলেসপুর গ্রামের একটি স্কুল থেকে তাদের গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বালিয়াকান্দি উপজেলার ঠেঙ্গাবাড়ীয়া মৃত আবু বক্করের ছেলে শামীম(২৫), কুরশীর সোনাইডাঙ্গী গ্রামের মমিন মন্ডলের ছেলে মর্তুজা(২০), আয়ুব আলীর ছেলে মনির(২৫)।
তাদের বিরুদ্ধে ৯(৩)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ও (২)/৮(৩)২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা হয়। বুধবার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে গত মঙ্গলবার বালিয়াকান্দি থানায় ৫ জনকে আসামি করে মামলা করা হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সহযোগিতায় বালিয়াকান্দি থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় এস আই একেএম আজমল হুদার নেতৃৃৃৃত্বে অভিযানে অংশ নেন এস আই অংকুর ভট্টাচার্য, এসআই দিপন, এএসআই আজীজ, এসএসআই সোহেলসহ সংঙ্গীয় ফোর্স।