নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চা দোকানি চাচা আনিস মোল্যা (৫০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় কালিয়ার সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্যা তার ভাইপো সোহাগ মোল্যার (২৫) কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন সোহাগ। গুরুতর অসুস্থ অবস্থায় আনিসকে প্রথমে খুলনা এবং অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। পলাতক সোহাগকে আটকের চেষ্টা চলছে।